অসহায় প্রান্তিক মানুষের পাশে বরানগর এলাকার বেহালা পাড়া নবীন সংঘ ক্লাব

করোনা মোকাবেলায় সারা দেশজুড়ে লকডাউন চলছে। এই অবস্থায় অসহায় মানুষদের কথা ভেবে তাদের পাশে দাড়াতে এগিয়ে আসলো বরানগর এলাকার বেহালা পাড়া নবীন সংঘ   ক্লাব। বরানগর এলাকার বেহালা পাড়া নবীন সংঘ ক্লাবের সম্পাদক প্রবীর দাস নিজ উদ্যোগে কয়েকশো প্রান্তিক মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন।
বরানগর এলাকার বেহালা পাড়া নবীন সংঘ ক্লাব ৫০০ এর ও বেশি অসহায় প্রান্তিতিক মানুষের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আটা, সহ প্রায় ৯ ধরনের নিত্য প্রয়োজনীয় তুলে দেয়। এর আগেও তারা ঠিক একইভাবে কয়েকশো অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। এমনকি যতদিন লকডাউন থাকবে তাদের এই কার্যকলাপ চলতে থাকবে বলেও জানা গেছে। 



Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti