Social Welfare by Pranab Das of Behala Para Nabin Sangha at Baranagar

নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোখার লক্ষ্যে দেশজুড়ে লকডাউন জারির পরেই সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন বরানগর বেহালা পাড়া নবীন সংঘের সম্পাদক প্রণব দাস। তিনি ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী। লকডাউনের চতুর্থ দফার অন্তিম দিনেও প্রণব দাসের সেই মানবিক কর্মকান্ড অব্যাহত রইল।শনিবারই প্রায় ৫০০ জন প্রান্তিক মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলেন প্রণব দাস।  রবিবারে তার উদ্যোগেই নবীন সংঘ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।  সরকারি নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের এই রক্তদান শিবির সম্পন্ন হয়। 
    প্রণব দাস জানান, ‘শুধুমাত্র এই লকডাউনের সময়েই না, নবীন সংঘ বছরভরই মানুষের পাশে থাকে। তবে এই সঙ্কটকালে আমরা আরো বেশি করে মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি।"  


Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog