
আমফুনের তাণ্ডবলীলা ভেঙে তছনছ করে দিয়েছে সুরকার গীতিকার ও রবীন্দ্র -নজরুল-সুকান্ত আকাদেমির সম্পাদক নবচঞ্চল বিশ্বাসের বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পীর সাধের হারমোনিয়াম। বইপত্র নষ্ট হয়ে গেছে ঘরে জল ঢুকে। দেয়ালে টাঙানো বহু মূল্যবান ছবি নষ্ট হয়েছে। নদীয়া গৌরব নবচঞ্চল বিশ্বাসের পাশে আছেন নবজিত বিশ্বাস, সভাপতি, নদীয়া লোকসংস্কৃতি পরিষদ।
- সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata







No comments:
Post a Comment