লকডাউনে আটকে পড়া মানুষের পাশে বিরাটি হিন্দু মিলন মন্দির

লকডাউনের ফলে রুটি রুজি বন্ধ। দেশ জুড়ে  অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার বিতরণ, ভারত সেবাশ্রম সংঘর। কলকাতাতেও প্রতিদিন বিভিন্ন এলাকায় আর জেলায় জেলায় সেই খাবার দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। 


উত্তর ২৪ পরগনার বিরাটি হিন্দু মিলন মন্দিরের অন্যতম সঞ্চালক শুভাশিস বাগচীর উদ্যোগে দুঃস্থ, দরিদ্র মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হল শনিবার। শুভাশিসবাবু বলেন, মানুষ এখন ঘোর বিপদের মধ্যে পড়েছেন। তাদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য। 
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti