করোনা যোদ্ধাদের সংবর্ধনা

উত্তর দমদম-এ তিনজন করোনা যোদ্ধা দের সবর্ধনা দিলো ব্যারাক পুর পুলিশ কমিশনারেট।
যারা করোনা কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা হলেন ডাঃ সায়ন্ত চক্রবর্তী, স্বাস্থ্য কর্মী ও নার্স পুষ্প রানী মন্ডল, ১০নং ওয়ার্ডের নিমতা কালি বাড়ির বাসিন্দা সুকোমল মিত্র, প্রমুখ।


সেদিনের করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাক পুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা, আনন্দ রায়(আই পি এস), নিমতা থানার অফিসার ইন চার্জ সিবেন্দু ঘোষ, সাংসদ সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দম দম পৌর সভার পৌর প্রধান সুবোধ চক্রবর্তী, নিমতা থানার পুলিশ ও সিভিক ভোলেন টিয়াররা।


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti