ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের বিক্ষোভ অবস্থান

ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আটকে থাকা কর্মীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান করলো। ইউনিয়নের সাধারণ সম্পাদক বৈদ্য দে বলেন,  আমাদের কর্মসুচির মধ্যে ছিলো বিভিন্ন মিউনিসিপ্যালিটি, আদালত অফিস। হসপিটাল গুলির পরিষেবার জন্য প্রয়জনীয় সামগ্রী পাচ্ছেনা, দাবি করেন সাধারণ সম্পাদক বৈদ্য দে।




Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti