ডানকুনি স্টেশনে একদিনে সকাল বিকেল কয়েক হাজার পরিযায়ী শ্রমিক এলো। কিন্তু দেখা গেলো এই পরিযায়ী শ্রমিকদের দেখাশোনা ও এদের কোনো রকম টেস্ট করা থেকে আরম্ভ করে তাদের খাবার, জল কিছুই দেওয়া হয়নি। দেখা গেছে গত ৫ ই মে ১২০০ শ্রমিক নিয়ে এসেছিল সেখানে তিন মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা ছিল। অথচ কয়েক হাজার পরিযায়ী শমিকদের দেখার জন্য কেহ ছিলোনা। এরকম অভিযোগ করলেন, ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আফজল চাঁদ। তিনি আরও বলেন এর জন্য ডানকুনিশ হুগলি জেলায় করোনায় আক্রমনের সংখ্যা বেড়ে যাবে। অবিলম্বে এদের খুঁজে বার করে কোয়ান্টাইনের হলে পাঠানো উচিত।
- সত্যজিৎ চক্রবর্তী, Hello Kolkata
No comments:
Post a Comment