Tapan Dasgupta - A Minister with a Golden Heart


"আমার বিধানসভা এলাকার মানুষের পাশে আছি ও থাকবো", commented মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমার  পৌরসভায় দ্রুততম কাজ হয়েছে।  পৌরসভার মানুষ যে ভাবে আমর পাশে বা এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন, তার তুলনা নেই।


এছাড়াও এই দুর্যোগ পূর্ণ আবহাওয়া বাঁশবেড়িয়ার বিদ্ধুৎ দপ্তরের আধিকারিক ও কর্মীরা যে ভাবে দ্রুত গতিতে কাজ করে বিদ্ধুৎ পরিষেবা চালুর ব্যবস্থা গ্রহণ করেছেন তাদের কুর্নিশ ও ধন্যবাদ জানাই।এত বড় দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে বাঁশবেড়িয়া বিধানসভা এলাকায় সব থেকে দ্রুত বিদ্ধুৎ সরবরাহের লাইন সারিয়ে ফেলায় এলাকার মানুষের খুব একটা জল ও বিদ্ধুৎের অসুবিধা হয় নি। 

Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti