লকডাউনে শহিদ পরিবারের পাশে তৃণমূল যুব কংগ্রেস


মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশ হুগলি জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জীর নেতৃত্বে জেলা তৃণমূল যুব কর্মীরা সমস্ত শহিদ পরিবারের খোঁজ রাখছেন, তাদের রেশন তুলে এনে দেওয়া থেকে শুরু করে বাইরের যাবতীয় প্রয়োজনীয় কাজ তৃণমূল যুব কর্মীরা আজ থেকে নিজ কাঁধে তুলে নিলেন।


    পাশে ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব, জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশীষ-দা, গোঘাট বিধায়ক মানস-দা, আরামবাগ বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, হুগলি জেলা সভাধিপতি মেহেবুব-দা, আরামবাগ পৌরপিতা স্বপন নন্দী, উপপৌর পিতা রাজেশ দা এবং আরামবাগ সাব-ডিভিশনের সমস্ত ব্লক ও টাউনের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti