বজ বজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুব্রত ব্যানার্জি আয়োজন করেন স্বাস্থ্য শিবির নোদাখালি এলাকায়

করোনা মোকাবেলায় সারা দেশজুড়ে লকডাউন চলছে। এই অবস্থায় কারো কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সে ঠিকমত চিকিৎসা করতে পারছে না। আর এই কথা ভেবেই বজ বজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুব্রত ব্যানার্জি  নোদাখালি এলাকায় সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্য  শিবির আয়োজন করেন।প্রায় ১৫০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয় বিশেষ ডাক্তার দ্বারা। 
   থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, হাত সানিতিজাইজেসন, ইসিজি, সর্দি-কাশি সব কিছুই পরীক্ষা করা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখেই। 
    সুব্রত বাবু এও জানান যে ঐ এলাকার মানুষের সাহায্যার্থে যতদিন লকডাউন চলবে ততদিন এই স্বাস্থ্য সচেতনতা শিবির চলতে থাকবে। সুব্রতবাবু স্বাস্থ্য পরীক্ষা করতে আসা প্রত্যেকটি ব্যক্তির হাতে গোলাপ ফুল তুলে তাদের সংবর্ধনা জানান।
     এছাড়া এদিন সুব্রত বাবু বজ বজ দু'নম্বর এলাকায় রাজ্যের অন্য জেলার যে সমস্ত শ্রমিকরা কাজ করতো তাদের বাড়ি ফেরত পাঠালেন  স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে।  



Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti