রাজ্যে চলছে তৃতীয় দফা লক ডাউন। তাই লক ডাউনের কথা মাথায় রেখে দম দমের বিধায়ক ব্রাত্য বসুর অনুপ্রেরনায় গত ৫ই মে রায় মল্লিক কলোনিতে কমিউনিটি কিচেনের মাধ্যমে অভুক্ত মানুষের মধ্যাহ্ন ভোজনের জন্য কিচেন সেন্টারের উদ্বোধন হয়।
সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভার সি আই সি প্রবীর পাল, পৌরপিতা বরুণ নন্দী, সহ আরো বিশিষ্ট ব্যক্তি বর্গরা।
কমিউনিটি কিচেন সেন্টার এ শুধু ১৬ নং ওয়ার্ডে অভুক্ত মানুষের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করা হবে।
প্রতিদিন ৬০০ লোকের রান্না করা খাবার বিতরণ করা হবে, জানালেন ১৬নং ওয়ার্ডের প্রতিনিধি সন্দীপ দত্ত ও নীলাদ্রি চক্রবর্তী।
- দীপক ঘোষ, Hello Kolkata








No comments:
Post a Comment