ভিন রাজ্যের আটকে থাকা পরিযায়ী ১২০০ শ্রমিক অবশেষে ডানকুনি স্টেশনে নামলো

মঙ্গলবার সকালে আজমির থেকে ডানকুনিতে আটকে পড়া মানুষদের নিয়ে ফিরল বিশেষ ট্রেন, সকাল দশটা নাগাদ ডানকুনি স্টেশনে এসে ট্রেন থামতেই একে একে বেরিয়ে আসেন বারোশো মানুষ, স্টেশন চত্বরে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বিভিন্ন জেলায় পৌঁছে দেবে রাজ্য সরকার, রাজ্য সরকারের এই উদ্যোগে যাতে কোনরকম সমস্যা না হয় তা পরিদর্শন করতে স্টেশনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের তিন মন্ত্রী তপন দাশগুপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক এছাড়াও হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও, পুলিশ কমিশনার হুমায়ুন কবির  সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
     এই ব্যাপারে এক শ্রমিক নেতা আলী আফজল চাঁদ (সাধারণ সম্পাদক - ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার শ্রমিক ইউনিয়ন) বলেন বাড়িতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ।  মিঃ চাঁদ মনে করেন এদের অত্যন্ত যত্ন সহকারে শারীরিক পরীক্ষার প্রয়জন আছে। তা না হলে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাবে। 


Share:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti

Hello Evening Kolkata

Hello Evening Kolkata

Recent Posts

Search This Blog