
গত ৩রা মে লক ডাউনে সংবেদনের স্পেশাল বাচ্চা দের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করতে এগিয়ে আসলো ক্যাম্প বাগান দাদা ভাই তরুণ সংঘ। সেদিন তারা শুকনো ফুড প্যাকেট ৫০ জন স্পেশাল বাচ্চা দের হাতে তুলে দেন। সেই ফুড প্যাকেটে ছিলো চাল, কেক, বিস্কুট, ও কোল্ড ড্রিংকস, ইত্যাদি।
তাদের এই মহতি উদ্যোগে সহ যোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা তারা হলেন পৌর পিতা গৌতম হালদার, ক্লাব সম্পাদক দীপঙ্কর দেব নাথ সহ ক্লাবের সদস্যরা। এছাড়াও তারা প্রতিদিন তাদের অঞ্চলে দিন আনা দিন খাওয়া দুঃস্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে চলেছেন।
সংবেদনের সম্পাদক সমিত সাহা তাদের এই মানবিক উদ্যোগকে সাধু বাদ জানান।
-দীপক ঘোষ, Hello Kolkata
No comments:
Post a Comment