
ইতিমধ্যেই তারা কলকাতা পুরসভার ১০৭ নং ওয়ার্ড এর পুরপিতার আহ্বানে প্রায় ১০০ কেজি মুসুর ডাল ত্রাণ বিতরণের জন্য দিয়েছেন। রাজ্যের পদস্থ প্রশাসনিক অধিকর্তা সুরজিত কর পুরকায়স্থ মহাশয়ের মাধ্যমে নববর্ষের দিন লালবাজারে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভাশিস সিংহ সরকারের হাতে তুলে দেন ১০০০ পুনঃব্যবহার যোগ্য কাপড়ের মাস্ক।
এখানেই শেষ নয়, তাদের অন্যতম কর্ণধাত্রী রুপা নাগের কথায় সীমিত সামর্থ্য নিয়ে এই সহযোগিতা তাঁরা চালিয়ে যেতে চান যতদিন না করোনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে জয়ী হতে পারি। তিনি আশাবাদী শ্রীঘ্রই সব বিপনী তাঁরা চালু করতে পারবেন এবং আম বাঙালির শেষ পাতের রসনা তৃপ্তি হবে আগের মতোই। রয়ে যাবে চিরদিনের মিষ্টি সম্পর্ক।
No comments:
Post a Comment