দুঃস্থ মানুষের পাশে দক্ষিণ দম দম ১৭নং ওয়ার্ডের পৌর মাতা মুন মুন চ্যাটার্জী।


লক ডাউনে দমদম স্টেশনে থাকা ভিক্ষুক, পথ শিশু, দুঃস্থ মানুষ, রিকশা চালক থেকে শুরু করে বহু মানুষ ক্ষুধার্ত।
 গত ৫ই মে দুপুর ১ টায় দমদম প্রাচ্য বাণী মন্দির ফর বয়েজ স্কুল প্রাঙ্গনে ১৭ নং ওয়ার্ডের পৌর মাতা মুন মুন চ্যাটার্জির উদ্যোগে ৫০ জন ক্ষুধার্ত মানুষের মধ্যে রান্না করা ভাত, মাংস,খাবার বিতরণ করা হয়।  এছাড়া ও এখানে মুন মুন চ্যাটার্জী র সহযোগিতায় বিভিন্ন এন জিও র মাধ্যমে প্রতিদিনই এই স্কুল প্রাঙ্গনে রান্না করা খাবার খাওয়ানো হয়।
অন্যান্য জায়গায় ও তিনি দুঃস্থ দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়াচ্ছেন।


Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti