মহারাষ্ট্র থেকে এক বিশেষ ট্রেন লেবারদের নিয়ে কলকাতা ঢোকার আগে ডানকুনি স্টেশনে হল্ট করবে


৪ঠা মে মহারাষ্ট্র থেকে এক বিশেষ ট্রেন লেবারদের নিয়ে কলকাতা ঢোকার  আগে ডানকুনি স্টেশনে হল্ট করে বিভিন্ন স্থানে যাবে।  এখানে লেবারের নামার পর ঐ ট্রেনটি কলকাতা যাবে। এ খবর জানাগেল ডানকুনি প্রশাসনের পক্ষ থেকে।  এদিকে পৌর উপ-প্রধান দেবাশিষ মুখার্জীর থেকে জানা গেল, এই বিশেষ ট্রেন আগামী কাল সকালবেলা কলকাতায় ঢুকছে।
: তিনি কয়েকটি স্থানে চিহ্নিত করে বলেন, আপনাদের কাছে অনুরোধ করছি কিছুদিন ডানকুনি স্টেশন, ডানকুনি রেল   বাজার, ৮নম্বর রেল গেট, ডানকুনি   ফ্লাইওভারের সংলগ্ন এলাকায় ঘোড়া ফেরা করবেন না। এমনকি এর পাশা-পাশি বসবাসকারী তাদেরকেও এই অনুরোধ করা হচ্ছে।

-সত্যজিৎ চক্রাবর্তী, Hello Kolkata
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Blog Archive

Vote Geeti

Vote Geeti